পলিথিনের মোড়ক ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা

  বিশেষ প্রতিনিধি    16-01-2025    51
পলিথিনের মোড়ক ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করে পণ্য সংরক্ষণ করায় ৩ ব্যবাসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি।

তৌহিদুল ইসলাম বলেন, নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করে পণ্য সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় ৩ জন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সিরাজদিখান থানার এসআই সাচ্চু মিয়ার নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করার সহায়তা করেন।

সারাদেশ-এর আরও খবর