আইন উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  বিশেষ প্রতিনিধি    15-01-2025    53
আইন উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা। এ সময় তারা আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় হয়। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের সব কথা শোনেন এবং আইনজীবীদের কল্যাণে তার মন্ত্রণালয়ের যা যা করণীয় তিনি তা করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ইনায়েত হোসাইন বাচ্চু, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, হাউস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মায়নুল আহসান, কমপ্লেইন্ট অন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাকি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শাহ এমডি খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. আব্দুল মতিন ও বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

জাতীয়-এর আরও খবর