আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি মূলক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার অভিযোগে ৫৪ ধারায় উজ্জল চন্দ্র রায় নামে এক যুবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুন) যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা জানান, হযরত মোহাম্মদ (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালীন সময় গত ১৩ জুন পীরগঞ্জ উপজেলার উজ্জল চন্দ্র রায় তার জুই রায় নামক ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি মূলক বিষয় ফেসবুকে শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করলে বিষয়টি এলাকার অনেকে দেখে ফেলে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ জুন উপজেলার চাপোড় বাজারে উত্তেজনা তৈরী হলে ওই যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। ১৫ জুন তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় ।
পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন ওই যুবককে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply