জামালপুরের সরিষাবাড়ীতে ৫-৬ দিন ধরে অসহায় পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ ওঠেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। ঘরের সামনে লম্বা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ অবস্থায় কষ্টে দিন যাপন করছেন পরিবারের লোকজন। উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নলদাইর গ্রামের মৃত জামাল উদ্দিন ভুইয়ার ছেলে জাহাঙ্গীর, আলমগীর ও মৃত ফরহাদ আলী ভুইয়ার ছেলে বাবুল আকতারের সঙ্গে প্রতিবেশী মৃত আবুল হোসেনের ছেলে ফজলুল হক মিন্টুর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিসি বৈঠক হলেও এর কোনো মীমাংসা হয়নি।
৫-৬ দিন আগে তাদের মধ্যে তর্কবির্তক হলে বাবুল আকতার, জাহাঙ্গীর ও আলমগীর বেরা দিয়ে ওই মিন্টুর পরিবারে লোকজনের যাতায়াতে একমাত্র রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা না থাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ওই পরিবারের লোকজন।
এই বিষয়ে কথা বলতে প্রতিবেশী আলমগীর ও জাহাঙ্গীর বলেন, আমাদের নিজেদের জায়গায় আমরা বেড়া দিয়েছি তাদের জায়গায় তো দিইনি
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply