লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির ঘটনাস্থলে করুণ মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর ভোলা-বরিশাল রোড়ের কাচারি বাড়ীর ‘চার-রাস্তার’ মুখে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) নতুন বেড়ীর মাথার এলাকা নূর-আলমের ছেলে ও ৫ সন্তানের জনক। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিজ বাড়ী চররুহিতা থেকে মোটরসাইকেল যোগে আব্দুর রহিম লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই কাচারি বাড়ী এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর থেকে চেয়ে আসা মজুচৌধুরী ফেরী-ঘাট গামী একটি মালবাহী (ট্রাক-ঢাকা মেট্রো-(ট) ১৯-৬৮১৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এতে তার শরীরে কোমরের অংশ থেঁতলে যায়, ফলে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply