রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে নাছির উদ্দিন মাছুম নামের এক তরুণকে পাঁচ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩১ মে মঙ্গলবার বিকেলে উপজেলা ইভটিজিংয়ের শিকার স্কুল ছাত্রী গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, গত ৩০ মে সোমবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে উত্যক্ত করতে থাকে তরুণ মাসুম। এ সময় বিষয়টি দেখে স্থানীয় কিছু যুবক এর প্রতিবাদ করে। ঘটনার পরদিন ৩১ মে মঙ্গলবার পশ্চিম গুজরা ইউপি কার্যালয়ে উত্যক্তকারী মাসুমকে ডেকে পুলিশের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যা ন লায়ন সাহাবুদ্দীন আরিফ।
পরে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা ইভটিজিং করার অপরাধে
মাছুমকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেন।
স্থানীয়রা জানান, মাছুম তার পরিবারের সাথে
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার নুর মোহাম্মদ সিকদারের কলোনীতে ভাড়া বাসায় থাকেন। সে ইউনিয়নের কাগতিয়া এলাকার মনির হোসেনের পুত্র। এই বিষয়ে জানতে চাইলে শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্ত বলেন, ঘটনার বিষয়ে আমি শুনেছি। তবে পুরো ঘটনাটা সম্পর্কে আমি অবগত নই।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply