মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, সারা দেশে এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে একটি রাজাকার জন্মায়নি। একমাত্র সরিষাবাড়ীর আওনা ইউনিয়ন যে ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি, এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং এই ইউনিয়নের মাটি পবিত্র।
শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ছোট ভাই মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমান তালুকদার (নান্নু তালুকদার) এর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদ হাসান এমপির বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও উপমা ফারিসা, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধিজন।
Leave a Reply