তোমার আলিঙ্গন…….
মিমি মেহজাবিন
এই শোনো, তুমি আমার হাতদুটো শক্ত করে ধরে থাকোনা প্রিয়, কোনোভাবেই ছেড়োনা হাত দুখানা আমার।। আমাকে জড়িয়ে রাখো বিশ্বাসের চরম বন্ধনে আমাকে আলিঙ্গন করো তোমার ভালোলাগার শিহরণে। কোনো ভয় যেনো কোনোভাবেই গ্রাস করতে না পারে।।
ললাট রেখায় এঁকে দাও তোমার উষ্ণ ভালোবাসার চিহ্ন, পরম মমতায় মেশানো একটু অনুভব দাও আমায় তুমি। আমার থরথর করে কম্পিত শরীরটাকে বাহুলগ্না করো, মিশ্রিত করো আমায় তোমার হৃদ অনুভূতির রেশালগ্নে।।
আমার মাথায় নির্ভরতায় ঘেরা হাতটা রাখো তোমার
আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিজেকে হাল্কা করি। তোমার লোমশ বুকে একটু ঘুমাতে দাও আমায় প্রিয়!
কতকাল আমি একটু শান্তিতে ঘুমাইনি জানো তুমি??? মাঝরাতে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে ধড়মড়িয়ে উঠে গেছি, জীবনের টালমাটাল সেই অস্থির সময়ে আমার কোথায় ছিলে তুমি আমাকে ছেড়ে বলোতো???
আমি তোমার অপেক্ষায় কতদিন, রাত আর বছর
একাকী, নিঃসঙ্গ, কাঙ্গাল হয়ে কাটিয়েছি জানো???
কতশত বিনিদ্র রজনী কেটেছে আমার নিদ্রাহীনতায়
কষ্টের পাহাড় মাথায় নিয়ে কতটা পথ হেটেছি একা একা, সে হিসাব কেউ কখনও রাখেনি আমার।।
জানি আমি জানিতো এক্ষণে তুমিও আমার কল্পনা
তোমাকে বাস্তবতা দেয়ার সার্মথ্য কি আছে আমার বলো?? তুমি কি সারাজীবন কল্পনায় রবে আমার প্রিয়?? সকল প্রতিবন্ধকতা ভেঙ্গে দিয়ে এবারতো সামনে আসো, চিৎকার করে বলো তুমি আছো আর তুমি থাকবে, সবসময়ই আমার পাশে ছায়ার মতো আজীবন।।
একটু ভালোবাসো আমায়, নির্ভরতা দাও বিশ্বস্ততার
কল্পনা নয় বাস্তব তোমাকে খুবই প্রয়োজন এখন আমার। এসো প্রিয় এসো মন আঙ্গিনায় আমার
ভালোবাসার বৃষ্টিতে সিক্ত করো আমার মন মরু চর
অপেক্ষায় আজো আছি শুধু তোমার আমি প্রিয়।।
মিমি মেহজাবিন, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply