জাহিদ হাসান, মেলান্দহ (জামালপুর) থেকে
মহানবী হযরত মোহাম্মদ (স) ও মা আয়শা (রা)কে নিয়ে ভারতের দুই বিজেপি নেতার কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুরের মেলান্দহের ইত্তেফাকুল ওলামা ও তৌহিদা জনতা। ১২ জুন বাদ জোহর বায়তুন্নুর জামে মসজিদ ও চিশতীয়া মার্কেট থেকে যৌথভাবে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর মসজিদ গেটে মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সভাপতি আলহাজ মাও.রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি শামসুদ্দিন, ইত্তেফাকুল ওলামার নেতা মাও. আব্দুল্লাহ, মাও. আব্দুল ওয়াহাব, মুফতি রহমতুল্লাহ আল হোছাইনি, মাও. আ: আলিম প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply