আব্দুল আউয়াল, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শব্দ শুনে নদীতে ঝাঁপ দিয়েছে রিয়াজ নামের যুবক ।ফায়ার সার্ভিসের ও ডুবুরীর কার্যক্রম অব্যাহত রয়েছে এখনও উদ্ধার হয়নি এই যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুন বরিবার বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ারবাড়ি বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ (১৮) নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যায়।আনুমানিক ২:৩০টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শব্দে নদীতে ঝাঁপ দেয়। ঘটনার সময় নৌকায় ২ জন ছিল বলে জানাগেছে। একজনকে স্থানীয় জেলেদের সহায়তায় সুস্থ অবস্থায় উদ্ধার করে।
কিন্তু অপর জনকে খুজে পাওয়া যায় নি।নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করতে বরিশাল নৌ ফায়ার স্টেশনের তিন সদস্যের একটি ডুবুরি টিম এবং বানারীপাড়া ফায়ার স্টেশনের ডুবুরি সদস্যরা তাদের উদ্ধার তৎপরতা চালায়।এই রিপোর্ট লেখা পর্যন্ত এই যুবকের কোনো সন্ধান পাওয়া যায় নাই।
এ দিকে নদীর পাড়ে নিখোঁজ ব্যাক্তির পরিবারে চলছে শোকের মাতম। এলাকার মানুষ ও স্বজনের আহাজারিতে আকাশ ভারি হয়ে আছে।এ বিষয়ে বানারীপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবুল হোসেন জানান, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply