আব্দুল আউয়াল, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
নিরাপদ জৈব কৃষিই দেশ ও জাতির সমৃদ্ধি “বাংলার কৃষক আমাদের প্রাণ আমাদের বেঁচে থাকার মূল কারিগর” এই প্রতিপাদ্যে আলোকে কৃষি জগৎ সম্মাননা স্মারক-২০২১ কুমিল্লা ইভেন্ট-১১ এর কৃষকদের প্রাণ কৃষি জগৎ কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের অডিটোরিয়ামে সেরা মৎস্যচাষী হিসাবে সারা বাংলাদেশে তিনজনকে সম্মাননা পদক দেওয়া হয়।
ইভেন্টর সৌজন্যে সেরা মৎস্যচাষী হিসেবে সম্মাননা পদকে ভূষিত হন বরিশালের বানারীপাড়ার এস ইসলাম এগ্রো ফার্ম ও বরিশাল ব্লাক সোলজার ফ্লাই এর প্রতিষ্ঠাতা মো. সুলতান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এটিএম আহমেদ হোসাইন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা । বিশেষ অতিথি ছিলেন তারিক মাহমুদুল ইসলাম প্রকল্প পরিচালক সমন্বিত ব্যবস্থাপনার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প খামারবাড়ি ঢাকা কৃষিবিদ ।
এছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মোঃ সুলতান হোসেন, কৃষি ক্ষেত্রে, খামারি ও মৎস্য চাষে বেশ স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা। বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তার বিশাল অ্যাগ্রো ফার্মে বিভিন্ন প্রজাতির গাছ, হাঁস-মুরগির ও গরুর ফার্ম রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকার মাছ চাষ করেন। মো. সুলতান হোসেন কৃষক সম্মাননা পাওয়ায় বরিশাল, বানারীপাড়ার বিভিন্ন মহলের কৃষক খামারিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply