গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে পুরনো মূল্যের ১৯৭ লিটার সয়াবিন তেল গুদামজাত করে উচ্চমূল্যে বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব যৌথ এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের পৌর শহরের শিবগঞ্জ রোড, পাট মহল ও বুধিয়া মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুরনো সয়াবিন তেল গুদামজাত করে উচ্চমূল্যে বিক্রি করায় ফরহাদ ষ্টোর, মামুন ষ্টোর, জহিরুল ষ্টোরসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই তিন ব্যবসায়ীর কাছে সংরক্ষিত পুরনো মূল্যের সয়াবিন তেল জনগণের কাছে পুরনোমূল্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, গফরগাঁও পৌর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে সয়াবিন তেল গুদামজাত করে রাখায় ১৯৭ লিটার তেল জব্দ করে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক জিএম হেলালসহ থানা পুলিশ প্রমূখ।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply