তোফায়েল আহমেদ, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে
গফরগাঁও প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যসহ ৫জনকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। মঙ্গলবার (১৭মে) সকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মে) রাতে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযোন চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হল-পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের মঞ্জুরুল ওরফে মুঞ্জু, সুতারচাপুর গ্রামের লিটন ওরফে রিটন, পইথল গ্রামের রাকিব, পাঁচুলি গ্রামের পনির আহাম্মেদ ও পাগলা উত্তরপাড়া গ্রামের ইমন হোসেন।
পাগলা থানার ওসি মো: রাশেদুজ্জামান দেশ প্রতিদিন ২৪ কে জানান, গ্রেফতারকৃত আসামী মুঞ্জু ও লিটনের বিরুদ্ধে পাগলা,ভালুকা,শ্রীপুর ও কাপাসিয়া থানায় হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।বাকী তিন জনের মধ্যে রাকিবের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং পনির ও ইমনের আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply