শেখ নাদীর শাহ্, খুলনা প্রতিনিধি:
মাদক মামলায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত মোঃ আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
একই মামলায় অপর একটি ধারায় তাকে খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান চর রূপসা বাগমারা এলাকার বাসিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার জাবুসা মোড়ের জৈনক আব্দুল গনির দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে নেভী ব্লু রংয়ের একটি ব্যাগসহ তাকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাশী করে ৩২ বোতল ফেন্সিডিল, এক বোতল হুস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র্যাব সদস্যরা।
এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয় সে।
এ ব্যাপারে ওইদিন রাতে র্যাবের ডিএডি মোঃ নুর ই আলম বাদী হয়ে মাদক আইনে দু’টি ধারায় আব্দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন, যার নং ৭। একই বছরের ৫ ফেব্রুয়ারি রূপসা থানার এসআই এম এ করিম তাকে অভিযুক্তু করে
আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সর্বশেষ মাদক মামলায় বিজ্ঞ আদালত মোঃ আব্দুর রহমান নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক
আশরাফুল আলম মানিক
নির্বাহী সম্পাদক
ফরিদুল ইসলাম শিপু
সম্পাদক ও প্রকাশক
মোঃ মোস্তাক আহমেদ
Leave a Reply