শেখ নাদীর শাহ্, খুলনা প্রতিনিধি:
খুলনার টুটপাড়া ফাতেমা জামে মসজিদের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে ১ টি পিস্তল, ১ টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলিসহ ১৪টি মামলার আসামী ফয়সাল খান(২৫) কে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় সদর থানাধীন টুটপাড়া ওয়েস্ট সার্কুলার রোডস্থ শফি উদ্দিন-ফাতেমা জামে মসজিদের পূর্ব পাশের আসামীর বসত বাড়িতে কেএমপি’র গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঘরের সামনের টয়লেটের টিনের চালের মধ্য থেকে ১ টি পিস্তল, ১ টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। সে ৬০/৪ দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডস্থ নিবাসী আমিনুজ্জামান খান ওরফে আমিন খানের পুত্র
কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক (নিঃ) সমীর কুমার সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আআসামীর বসত ঘরের সামনে টয়লেটের চালে পুরাতন টিনের ভাজের মধ্য হতে অস্ত্রসহ ওই সকল কিছু উদ্ধার করেন।
এসময় আসামী মোঃ ফয়সাল খান(২৫) কে গ্রেফতার করা হয়। সে ৬০/৪ দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডস্থ নিবাসী আমিনুজ্জামান খান ওরফে আমিন খানের পুত্র।
এ ব্যাপারে খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) সমীর কুমার সরকার দেশ প্রতিদিন ২৪ কে জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগেও ধৃত আসামীর বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, ১ টি অস্ত্র মামলা, ২ টি ডাকাতির প্রস্ততি মামলা, ২ টি মাদক মামলা এবং ৭ টি মারামারি মামলাসহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে।
সর্বশেষ এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে ১ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply